শুক্রবার, ০১ ডিসেম্বর ২০২৩, ০১:৪৭ পূর্বাহ্ন
ভারতে আটকা পড়েছেন ২ হাজার ৫০০ বাংলাদেশি। তারা আগামী ১৪ এপ্রিল লকডাউন শেষে দেশে ফিরতে পারবেন। শুক্রবার মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়ে বলা হয়, আটকেপড়া বাংলাদেশিদের সমস্যা সমাধানে ‘সজাগ দৃষ্টি রাখছে’ সরকার। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সর্বশেষ তথ্যমতে জানা গেছে- দেশটিতে আড়াই হাজার বাংলাদেশি আটকা পড়েছেন। এদের মধ্যে এক হাজারের বেশি ছাত্র-ছাত্রী রয়েছেন।
লকডাউনের কারণে দেশটিতে যানবাহন বন্ধ হয়ে পড়ায় তাদের এ মুহূর্তে দেশে ফেরত আনা সম্ভব হবে না। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আটকেপড়া প্রবাসী বাংলাদেশিরা আর্থিক বা অন্য কোনো সমস্যার সম্মুখীন হলে হাইকমিশন ও অন্যান্য মিশনগুলো তা সমাধানে সচেষ্ট আছে। পরিবেশ ও পরিস্থিতি স্বাভাবিক হলে ভারতসহ অন্যান্য দেশে আটকেপড়া বাংলাদেশিদের দ্রুত দেশে ফিরিয়ে আনার ব্যাপারে সরকার দৃঢ় প্রতিজ্ঞ। উল্লেখ্য, করোনাভাইরাস মোকাবেলায় ভারত সরকারের নির্দেশনা অনুযায়ী, কোনো বিদেশি ১৪ এপ্রিল পর্যন্ত ভারতে প্রবেশ করতে পারবে না। ভারত থেকেও কোনো বিদেশির বহির্গমন নিরুৎসাহিত করা হচ্ছে। এছাড়া ভারতের আন্তঃরাষ্ট্রীয় যোগাযোগ ব্যবস্থাও এ মুহূর্তে বন্ধ রয়েছে।