মঙ্গলবার, ৩০ মে ২০২৩, ০৫:০৭ অপরাহ্ন

শিরোনাম:
যদি রেকর্ড করে শোনাতে পারতাম-ফারহানা আক্তার দৃষ্টি সাউথ এশিয়া গোল্ডেন পিস এ্যাওয়ার্ড-২০২১ পেলেন শাম্মী তুলতুল লক্ষ্মীপুর সরকারি কলেজে শেখ রাসেল দেয়ালিকা উদ্বোধন লক্ষ্মীপুরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কম্পিউটার ও ক্রীড়া সামগ্রী বিতরণ লক্ষ্মীপুর পৌরসভার সম্ভাব্য মেয়র প্রার্থী আব্দুল মতলব’র ব্যাপক গণসংযোগ রায়পুরে বেদে ও অনগ্রসর জনগোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে ১৫ লাখ টাকার চেক বিতরণ রায়পুরে নবনির্মিত শহীদ মিনার উদ্বোধন করলেন নুরউদ্দিন চৌধুরী নয়ন এমপি রায়পুর উপজেলা ডিজিটাল সেন্টার উদ্বোধন করেন এড. নয়ন এমপি রায়পুরে করোনা আক্রান্তদের মাঝে অক্সিজেন সিলিন্ডার বিতরণ উদ্বোধন শোক দিবসে লক্ষ্মীপুরে আওয়ামী লীগের আলোচনা সভা ও দোয়া

ভারত থেকে আসা ৫ জন পাসপোর্টযাত্রী আইসোলেশনে

উপজেলা প্রতিনিধি / ৮৯৭ পড়া হয়েছে:
প্রকাশের সময়: মঙ্গলবার, ৩০ মে ২০২৩, ০৫:০৭ অপরাহ্ন

বেনাপোলে ভারত থেকে ফেরত ৫ জন বাংলাদেশী পাসপোর্টযাত্রীকে আইসোলেশনে রাখা হয়েছে। শনিবার সকাল ৯ টার সময় তারা ভারত থেকে দেশে আসে বেনাপোল ইমিগ্রেশন দিয়ে। এদের শরীরের তাপমাত্রা বেশী হওয়ায় তাদের শার্শা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের আইশোলেশনে রাখা হয়েছে।

ফেরত আসা যাত্রীরা হলেনঃ যশোরের স্বপ্না রানী পাল ( পাসপোর্ট নং বি ডাব্লিউ-০৬৬২২৩৫) মাগুরার বনমালী সিকদার (পাসপোর্ট নং ই ই ০৩৮১০০৫) গোপালগঞ্জের সৌরভ মন্ডল (পাসপোর্ট নং বি ডাব্লিউ- ইবি০৪১৭৬৫১) খুলনার দিদারুল ইসলাম (পাসপোর্ট নং বি ডাব্লিউ বিএন ০০ ৫৪২৪০)ও গোপালগঞ্জের বর্না বিশ্বাস (পাসপোর্ট নং বি ডাব্লিউ বি ডাব্লিউ-০৫৫৫১৫৫৭)। বেনাপোল চেকপোষ্ট ইমিগ্রেশন এর স্বাস্থ্য কেন্দ্রের ডাঃ জাহিদুল ইসলাম বলেন বেনাপোল ইমিগ্রেশন দিয়ে শনিবার ৩৫ জন বাংলাদেশী যাত্রী বেলা ১ টা পর্যন্ত বাংলাদেশে প্রবেশ করে। এর মধ্যে ৫ জনের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশী পাওয়ায় তাদের শার্শা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের আইসোলেশনে রাখা হয়েছে।

বেনাপোল ইমিগ্রেশন ওসি আহসান কবির লক্ষ্মীপুর আলোকে বলেন, ভারত থেকে আগত বাংলাদেশী পাসপোর্টযাত্রীদের স্বাস্থ্য কেন্দ্রের ডাক্তাররা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করছেন। আজ ৫ জনের তাপমাত্রা বেশী হওয়ায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য তাদের উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে পাঠানো হয়েছে।

শার্শা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তা ইউসুপ আলী লক্ষ্মীপুর আলোকে জানান, ভারত থেকে আসা ৫ জন পাসপোর্ট যাত্রীর শরীরের তাপমাত্রা বেশি পাওয়ায় তাদেরকে শার্শা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের আইসোলেশনে রাখা হয়েছে। পরবর্তীতে উর্দ্ধতন কর্মকর্তাাদের নির্দেশ মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

-ল/আ, মামুন, শার্শা, যশোর

Print Friendly, PDF & Email