বৃহস্পতিবার, ০১ জুন ২০২৩, ০৭:৫০ পূর্বাহ্ন

শিরোনাম:
যদি রেকর্ড করে শোনাতে পারতাম-ফারহানা আক্তার দৃষ্টি সাউথ এশিয়া গোল্ডেন পিস এ্যাওয়ার্ড-২০২১ পেলেন শাম্মী তুলতুল লক্ষ্মীপুর সরকারি কলেজে শেখ রাসেল দেয়ালিকা উদ্বোধন লক্ষ্মীপুরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কম্পিউটার ও ক্রীড়া সামগ্রী বিতরণ লক্ষ্মীপুর পৌরসভার সম্ভাব্য মেয়র প্রার্থী আব্দুল মতলব’র ব্যাপক গণসংযোগ রায়পুরে বেদে ও অনগ্রসর জনগোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে ১৫ লাখ টাকার চেক বিতরণ রায়পুরে নবনির্মিত শহীদ মিনার উদ্বোধন করলেন নুরউদ্দিন চৌধুরী নয়ন এমপি রায়পুর উপজেলা ডিজিটাল সেন্টার উদ্বোধন করেন এড. নয়ন এমপি রায়পুরে করোনা আক্রান্তদের মাঝে অক্সিজেন সিলিন্ডার বিতরণ উদ্বোধন শোক দিবসে লক্ষ্মীপুরে আওয়ামী লীগের আলোচনা সভা ও দোয়া

ভোলায় হিজড়াদের পাশে ইউএনও

জেলা সংবাদদাতা / ১০১৫ পড়া হয়েছে:
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ০১ জুন ২০২৩, ০৭:৫০ পূর্বাহ্ন

করোনা পরিস্থিতির কারনে রাস্তায় বের হতে পারছেনা ভোলায় হিজরা সম্প্রদায়। ফলে চরম দুর্দিনে কাটছে তাদের পরিবার। এমন অবস্থায় তৃতীয় লিঙ্গ (হিজড়া) সম্প্রদায়ের পাশে এসে দাড়িঁয়েছে উপজেলা প্রশাসন।

শুক্রবার বিকালে উপজেলা প্রশাসন কার্যালয়ের সামনে করোনা দুযোর্গ মোকাবেলায় ভোলায় হিজড়া সম্প্রদায়ের মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করেছেন উপজেলা নির্বাহী অফিসার মো: মিজানুর রহমান। ভোলা সদর উপজেলার ১১ জন হিজড়া সম্প্রদায়ের পরিবারের মাঝে চাল, ডাল, আলু, সোয়াবিন তৈলসহ নানা উপকরন বিতরন করা হয়।

জানা গেছে, হিজড়া সম্প্রদায়ের এই মানুষগুলো রাস্তাগাটে, কোন বাসায় শিশু জন্ম নিলে কিংবা হোটেলে, বিয়ে বাড়িতে নাচ গান করে জীবিকা নির্বাহ করে। কিন্তু করোনাভাইরাসের প্রভাবে সবকিছু বন্ধ হয়ে যাওয়ায় তারা বেকার হয়ে পড়েছেন। অনেক দিন ধরে ঘরে বসে থাকায় হিজড়া সম্প্রদায়ের মানুষগুলো খেয়ে না খেয়ে দিন কাটাচ্ছে।

তাই উপজেলা নির্বাহী অফিসার মো: মিজানুর রহমান এর উদ্যোগ হিজড়া সম্প্রদায়ের মাঝে চাল, ডাল, তেল,পেঁয়াজ, সাবান সহ অন্যান্য খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। ভোলা সদর উপজেলার নির্বাহী অফিসার মো: মিজানুর রহমান বলেন, হিজড়া সম্প্রদায় সাধারণত বিভিন্ন দোকানে বা বাসা বাড়িতে চেয়ে দিনপাড় করেন। এতে তাদের মাধ্যমে করোনা ছড়াতে পারে। তাই সরকারের নির্দেশনা মেনে হিজড়ারা যাতে ঘরে থাকতে পারে সে জন্য তাদের হিজড়াদের মাঝে খাদ্য সামগ্রী সহায়তা প্রদান করি। প্রয়োজনে আমরা আরো সহায়তা প্রদান করবো।

-ল/আ, ভোলা

Print Friendly, PDF & Email