শনিবার, ০৩ জুন ২০২৩, ০৪:২৪ পূর্বাহ্ন

শিরোনাম:
যদি রেকর্ড করে শোনাতে পারতাম-ফারহানা আক্তার দৃষ্টি সাউথ এশিয়া গোল্ডেন পিস এ্যাওয়ার্ড-২০২১ পেলেন শাম্মী তুলতুল লক্ষ্মীপুর সরকারি কলেজে শেখ রাসেল দেয়ালিকা উদ্বোধন লক্ষ্মীপুরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কম্পিউটার ও ক্রীড়া সামগ্রী বিতরণ লক্ষ্মীপুর পৌরসভার সম্ভাব্য মেয়র প্রার্থী আব্দুল মতলব’র ব্যাপক গণসংযোগ রায়পুরে বেদে ও অনগ্রসর জনগোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে ১৫ লাখ টাকার চেক বিতরণ রায়পুরে নবনির্মিত শহীদ মিনার উদ্বোধন করলেন নুরউদ্দিন চৌধুরী নয়ন এমপি রায়পুর উপজেলা ডিজিটাল সেন্টার উদ্বোধন করেন এড. নয়ন এমপি রায়পুরে করোনা আক্রান্তদের মাঝে অক্সিজেন সিলিন্ডার বিতরণ উদ্বোধন শোক দিবসে লক্ষ্মীপুরে আওয়ামী লীগের আলোচনা সভা ও দোয়া

মাইজভাণ্ডারী ট্রাস্টের উদ্যোগে সারাদেশে খাদ্য সামগ্রী বিতরণ

অনলাইন সম্পাদনা / ৪৩৯ পড়া হয়েছে:
প্রকাশের সময়: শনিবার, ০৩ জুন ২০২৩, ০৪:২৪ পূর্বাহ্ন

বিশ্ব মহামারি করোনা প্রাদুর্ভাবের কারণে সরকারের নির্দেশে লক ডাউনে থাকা অসহায় কর্মহীন প্রায় পঁয়ত্রিশ হাজার গরিব পরিবারের মাঝে ত্রাণ ও খাদ্য সামগ্রী বিতরণ করেছে হযরত সৈয়দ মইনুদ্দীন আহমদ মাইজভাণ্ডারী ট্রাস্ট। আন্জুমানে রহমানিয়া মইনীয়া মাইজভাণ্ডারীয়া ও মইনীয়া যুব ফোরামের সহযোগীতায় গত ২২ মার্চ থেকে ৩১ মার্চ, মঙ্গলবার পর্যন্ত ঢাকার মিরপুর রূপনগর জিলপাড় বস্তি, ইস্টার্ন হাউজিং দুয়ারি পাড়া বস্তি, কুড়িল বস্তি, কুড়িল বিশ্বরোড, কমলাপুর রেল স্টেশন, গোলাপ শাহ্ মাজার প্রাঙ্গণ, গুলিস্তান এলাকা, হাইকোর্ট মাজার প্রাঙ্গণ, এয়ারপোর্ট এলাকা, আশকোনা, কাকরাইল, পুরান ঢাকা, শাহ্জাহানপুর, যাত্রাবাড়ি মাছের আড়ত এলাকা, গাজীপুর, শ্রীপুর, কাপাসিয়া, কালিগঞ্জ, চট্টগ্রাম মহানগরের ইস্পাহানি জেটি রোড কালুঘাট এলাকাসহ ফটিকছড়ি, রাঙ্গুনিয়া, পটিয়া, মিরসরাই, মুন্সিগঞ্জ, গজারিয়া, নারায়নগঞ্জ, সিলেট, সুনামগঞ্জ, ব্রাহ্মনবাড়িয়া, কুমিল্লা মহানগর, বুড়িচং, দাউদকান্দি, বরুড়া, চাঁদপুর, কিশোরগঞ্জ, বাজিতপুর, ময়মনসিংহ, নরসিংদী, নেত্রকোণা, শরিয়তপুর, মাদারিপুর, বরিশাল, রংপুর, রাজশাহীসহ ১৩০ উপজেলার বিভিন্ন এলাকার ঘরে ঘরে গিয়ে ট্রাস্টের স্বেচ্ছাসেবক দল রান্না করা খাবারের পাশাপাশি চাউল, ডাল, তৈল, আটা, আলু, পেঁয়াজসহ নিত্য পণ্য সামগ্রী ও স্বাস্থ্য সুরক্ষায় মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার, সাবান, রুমালসহ বিভিন্ন জীবানু নাশক সামগ্রী, জনসচেতনতায় হ্যান্ডবিলও বিতরণ করা হচ্ছে। ১ এপ্রিল, বুধবার, মিরপুর শাহ্ আলীবাগে উপস্থিত থেকে প্রায় তিন হাজার গরিব পরিবারের মাঝে খাবার ও ত্রাণ সামগ্রী বিতরণ করেন ট্রাস্টের চেয়ারম্যান ও মাইজভাণ্ডার দরবার শরীফের ইমাম হযরত শাহ্সূফী মাওলানা সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল্-হাসানী (মা.জি.আ.)। ত্রাণ বিতরণকালে সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল্-হাসানী বলেন, করোনা পরিস্থিতির অসহায় স্বীকার বিশ্বের কোটি কোটি মানুষ। মানবতার এমন বিপর্যয় নিকট অতিতে বিশ্ববাসী কখনো দেখেনি। সারা বিশ্বের ন্যায় আমাদের দেশেও আজ মধ্যবিত্ত ও নিু আয়ের মানুষগুলো গভীর খাদ্য সংকটের সম্মুখীন। এখন তাদের মুখে খাবার জোগাতে না পারলে পরিস্থিতি আরো নাজুক হবে। তাই কোটি অসহায় কর্মহীন আয় রোজগার না থাকা মানুষের পাশে দাঁড়াতে হবে সরকারের পাশাপাশি দেশের বিত্তবানদেরকেও। গরিব পরিবারের মুখে খাবার জোগানো এবং তাদের দুঃখ-দুর্দশা মুছনে এগিয়ে আসাই হচ্ছে এখন প্রধান মানবিক দায়িত্ব। যা এড়িয়ে যাওয়ার সুযোগ নেই। তাই বিত্তবানরা যাকাতের টাকা বিতরণে রমজানের অপেক্ষায় না থেকে মানুষের এই দু:সময়ে বিতরণের অনুরোধ জানান। দেশের পীর-মাশায়েখ ও ওলামায়েকেরামদেরকে নিজ নিজ এলাকার অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে মানবিক দায়িত্ব পালনেরও অনুরোধ জানান তিনি। তিনি আরো বলেন, সরকারের নির্দেশনা মেনে নিজে সচেতন হউন অন্যকে সচেতন করুন ও নিরাপদে থাকুন। গুজবে কান দেবেন না। এছাড়া আগামী ২২ চৈত্র মাইজভাণ্ডার দরবার শরীফের আধ্যাত্মিক মনীষী হযরত গাউছুল আ’যম মাওলানা সৈয়দ গোলামুর রহমান বাবাভাণ্ডারী (ক.)’র বাৎসরিক ওরশ শরীফে না এসে গরিব অসহায় মানুষের মাঝে খাবার ও ত্রাণ সামগ্রী বিতরণ করতে দরবারের ভক্ত জনতার প্রতি বিশেষ আহ্বান জানিয়েছেন হযরত সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল্-হাসানী (মা.জি.আ.)। তিনি দেশব্যাপী ত্রাণ সামগ্রী বিতরণে আন্জুমান নেতৃবৃন্দ ও মইনীয়া যুব ফোরামের সাধারণ সম্পাদক খলিফা আসলাম হোসাইন, প্রচার সম্পাদক শরীফুর রহমান, ঢাকা উত্তরের সভাপতি মো: সোহাগ শেখ, সাধারণ সম্পাদক সোহেল মাহমুদ ভুঁইয়ার নেতৃত্বাধীন পঞ্চাশটি স্বেচ্ছাসেবক টিম অবিরাম কাজ করে যাওয়ার জন্য ধন্যবাদ জানান।

Print Friendly, PDF & Email