সংবাদ সম্মেলনে জেলা প্রশাসক মো: ওয়াহিদুল ইসলাম বলেন, বর্তমানে শিবচরে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব দেখা দিলে ১৯ মার্চ শিবচর উপজেলায় ৪টি এলাকাকে ‘কন্টেইনমেন্ট’ (নিয়ন্ত্রিত এলাকা) ঘোষণা করা হয়। এরপর স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে পরে শিবচর উপজেলায় চলাচলের বিধি নিষেধ আরোপ করা হয়। গণপরিবহন বন্ধসহ ঔষধ ও নিত্যপ্রয়োজনীয় দোকানপাট ছাড়া সব ব্যবসা প্রতিষ্ঠান অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়। যা এখনো চলমান রয়েছে।
সংবাদ সম্মেলনে জেলা প্রশাসক আরো জানান, মাদারীপুরে ১ মার্চ থেকে বিভিন্ন দেশ থেকে অাশা মাদারীপুরে ৩ হাজার ৫১৩ জন। এদের মধ্যে হোম কোয়ারেন্টাইনে রাখা হয় ১ হাজার ৩৬৯ জনকে। ইতিমধ্যে হোম কোয়ারেন্টাইনে শেষ হয়েছে ৯৪৪ জনের। বর্তমানে হোম কোয়ারেন্টাইনে রয়েছেন ৪২৫ জন ও মাদারীপুর সদর হাসপাতালের আইসোলেশনে রয়েছেন ২০ বছরের এক কলেজ পরুয়া ছাত্র,
এসময় সম্মেলনে উপস্থিত ছিলেন মাদারীপুর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মো: সাইফুদ্দিন গিয়াস, জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) মো: আনোয়ার হোসেন, মাদারীপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো: জাহাঙ্গীর কবির সহ জেলা প্রশাসকের কর্মকর্তাবৃন্দ ও স্থানীয় গণমাধ্যমকর্মী গন।