শনিবার, ০৩ জুন ২০২৩, ০৩:১২ পূর্বাহ্ন
মাদারীপুরের কালকিনি উপজেলার বাঁশগাড়ী ইউনিয়নের আউলিয়ারচর গ্রামে সোমবার দুপুর সাড়ে ১২ টার দিকে বজ্রপাতে ফালানি বেগম (৩৫) নামের এক গৃহবধুর মৃত্যু হয়েছে। এ সময় বজ্রপাতের আঘাতে আরেক গৃহবধুর এক চোখ নষ্ট হয়ে গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, কালকিনি উপজেলার বাঁশগাড়ী ইউনিয়নের আউলিয়ারচর গ্রামের কবির উদ্দিন ফকিরের স্ত্রী ফালানি বেগম সকালে স্থানীয় খুনেরচর বাজারে একটি মিনি ক্লিনিকে গিয়েছিলেন চিকিৎসার জন্য। দুপুরে ক্লিনিক থেকে বাড়ি ফেরার পথে বিল চরের মাঝখানে আসলে গুড়িগুড়ি বৃষ্টি ও মাঝে মাঝে বজ্রপাত ঘটে। বজ্রপাতে ঐ গৃহবধু ঘটনাস্থলেই মারা যায় এবং তার সাথে থাকা একই গ্রামের আলাউদ্দিন মৃধার স্ত্রী মাজেদা বেগম (৫০) গুরুতর আহত হন।তৎক্ষণাৎ আহত অবস্থায় মাজেদা বেগম কে স্হানীয় উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার জানান মাজেদা বেগম এর এক চোখ নষ্ট হয়ে গেছে।
কালকিনি খাসেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের এস,আই নাছির উদ্দিন বলেন, আমরা ঘটনা শুনার পরপরই ঘটনাস্থলে পৌঁছে যাই। বজ্রপাতে এক মহিলা মারা গেছে ও এক মহিলা আহত হয়েছে। ঘটনাস্থলে পুলিশ রয়েছে ।