শুক্রবার, ০১ ডিসেম্বর ২০২৩, ০২:৩৬ পূর্বাহ্ন
শেষবারের মত মায়ের মুখটাও দেখা হলোনা সাবেক ক্রিকেটার হাবিবুল বাশারের। করোনা ভাইরাসের ভয়ে বাসায় থাকায় মায়ের মৃত্যুর সময় পাশে থাকতে পারেননি তিনি। কঠিন এই পরিস্থিতিতে বড় দুঃসংবাদ পেলেন হাবিবুল বাশার। বার্ধক্যজনিত রোগে আক্রান্ত তাঁর মা রিজিয়া বেগম শনিবার বেলা দুইটার দিকে মৃত্যুবরণ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। দুপুরে মারা যাওয়ার পরই হাবিবুল চেয়েছিলেন কুষ্টিয়ায় রওনা দিতে। করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে এখন সারা দেশে যে পরিস্থিতি, পরিবার থেকে সিদ্ধান্ত হয় দাফন করা হবে খুব দ্রুত। হাবিবুলসহ দূর থেকে অন্য আত্মীয়স্বজনকে তাই নিরুৎসাহিত করা হয় আসতে। রত্নগর্ভা মায়ের মুখটা শেষবারের মতো দেখা হয়নি হাবিবুলের। পাঁচ দিন আগে অবশ্য বাড়িতে মাকে দেখে এসেছিলেন তিনি। কে জানত, সেটাই হবে মায়ের সঙ্গে তাঁর শেষ দেখা।
বাবা কাজী মোতালেব উদ্দীন মারা গেছেন ২০১৮ সালের ৩০ জানুয়ারি। মেজ ভাই সাবেক ফুটবলার একরামুল বাশার ক্যানসারে আক্রান্ত হয়ে মারা গেছেন তিন বছর আগে। আজ মাকেও হারালেন। কর্মব্যস্ততার ফাঁকে মাকে দেখতেই কুষ্টিয়া যেতেন হাবিবুল। বাড়িতে হয়তো সামনে আরও যাওয়া হবে। কিন্তু মাকে আর দেখা হবে না।