শুক্রবার, ০১ ডিসেম্বর ২০২৩, ০৩:০২ পূর্বাহ্ন
তিতাস উপজেলা জেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক আলহাজ্ব মোঃ ফরিদ প্রধান এর উদ্যেগে তিতাস উপজেলা আওয়ামী লীগের সভাপতি শওকত আলীর উপস্থিতিতে ১৫০ টি হতদরিদ্র পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
বুধবার ত্রাণ সামগ্রী বিতরণ শেষে তিতাস উপজেলা আওয়ামী যুবলীগ এর যুগ্ম আহ্বায়ক মকবুল মাহমুদ প্রধান সাংবাদিকদের তিনি বলেন যে, যারা দিনমজুর আছে, যারা দিনে এনে দিনে খায়, যারা সিএনজি চালায়, তাদের কাজ কর্ম আজ বন্ধ, তারা কাজে যেতে পারে না, তারা অর্থ আয় করতে পারে না, এজন্য তো তারা না খেয়ে থাকতে পারে না, সেজন্য আমরা অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়েছি,এবং ভবিষ্যতেও যে কোন প্রয়োজনে পাশে দাঁড়াবো, তারপরেও আমরা হতদরিদ্র মানুষদের না খেয়ে কষ্ট পেতে দিবো না, এ সময় সেখানে আরো উপস্থিত ছিলেন, তিতাস উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ শওকত আলী, তিতাস উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শাহ আলম শান্তি, তিতাস উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব মোহাম্মদ শেখ ফরিদ প্রধান, তিতাস উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আহ্বায়ক মোকবুল মাহমুদ প্রধান,মোহনপুর তোফাজ্জল হোসেন প্রি-ক্যাডেট হাই স্কুলের প্রতিষ্ঠাতা আখতারুজ্জামান প্রধান, মজিদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সরকার,কুমিল্লা জেলা ছাত্রলীগ নেতা আব্দুল আলিম সোহাগ ,ভূইয়ার বাজার ডাচ বাংলা ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর আলহাজ্ব মোঃ সোহাগ মাহমুদ মুন্সী, আদিল মাহমুদ ও আশেপাশের গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ।
-ল/আ,মেহেদী হাসান তিতাস, কুমিল্লা