শুক্রবার, ০১ ডিসেম্বর ২০২৩, ০২:৫৮ পূর্বাহ্ন

শিরোনাম:
সাবেক মন্ত্রী শাহজাহান কামাল এমপি আর নেই বই কেনার জন্য মাইর খাওয়া! – মেহেনাজ সুলতানা যদি রেকর্ড করে শোনাতে পারতাম-ফারহানা আক্তার দৃষ্টি সাউথ এশিয়া গোল্ডেন পিস এ্যাওয়ার্ড-২০২১ পেলেন শাম্মী তুলতুল লক্ষ্মীপুর সরকারি কলেজে শেখ রাসেল দেয়ালিকা উদ্বোধন লক্ষ্মীপুরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কম্পিউটার ও ক্রীড়া সামগ্রী বিতরণ লক্ষ্মীপুর পৌরসভার সম্ভাব্য মেয়র প্রার্থী আব্দুল মতলব’র ব্যাপক গণসংযোগ রায়পুরে বেদে ও অনগ্রসর জনগোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে ১৫ লাখ টাকার চেক বিতরণ রায়পুরে নবনির্মিত শহীদ মিনার উদ্বোধন করলেন নুরউদ্দিন চৌধুরী নয়ন এমপি রায়পুর উপজেলা ডিজিটাল সেন্টার উদ্বোধন করেন এড. নয়ন এমপি

যশোরের কেশবপুরে এক হাজার পরিবারকে সরকারি সাহায্য বিতরণ 

উপজেলা প্রতিনিধি / ১০৩৭ পড়া হয়েছে:
প্রকাশের সময়: শুক্রবার, ০১ ডিসেম্বর ২০২৩, ০২:৫৮ পূর্বাহ্ন

৩০মার্চ সকালে কেশবপুর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পৌরসভা ও ১১টি ইউনিয়নে ১ হাজার দুস্থ পরিবারের মাঝে চাল, ডাল, পেঁয়াজ ও লবণ পৌঁছে দেওয়া হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার নুসরাত জাহান সাংবাদিকদের জানান, যেসব শ্রমজীবী মানুষ বাড়ির বাইরে বের হয়ে শ্রম বিক্রি করতে পারছেন না, এরকম এক হাজার পরিবারকে সরকারের পক্ষ থেকে দশ কেজি চাল, এক কেজি ডাল, এক কেজি পেঁয়াজ, এক কেজি লবণ এবং এক কেজি আলুর প্যাকেট বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া হয়েছে। এসময় উপস্থিত ছিলেন ট্যাগ অফিসার, সংশ্লিষ্ট চেয়ারম্যান, ওয়ার্ডের ইউপি সদস্য ও গ্রামপুলিশ। ইউএনও আরো জানান উপজেলার বিভিন্ন রাস্তা, হাট ও বাজারে জীবাণুনাশক স্পে ছাটাচ্ছে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ।
অপরদিকে পৌরসভার নয়টি ওয়ার্ডে সকাল থেকে ট্যাগ অফিসার কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মনির হোসেনের তত্ত্বাবধানে ছিন্নমূল মানুষের মাঝে সরকারি সাহায্যের প্যাকেট বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া হয়।সাধারণ খেটে খাওয়া মানুষ সরকারি চালের প্যাকেট পেয়ে দারুণ খুশি ও খুবই উপকার হলো। কারণ, আজ চারদিন বেকার বসেছিলাম।’
কেশবপুর পৌরসভার মেয়র রফিকুল ইসলাম সাংবাদিকদের জানান, সোমবার উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ৯০ প্যাকেট সাহায্য পাওয়া গেছে; যা ট্যাগ অফিসারের মাধ্যমে দুস্থদের বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া হয়েছে।
তিনি আরো জানান, পৌরসভার নিজস্ব তহবিল থেকে ছিন্নমূল মানুষের জন্য ৭০০টি প্যাকেট তৈরি করা হয়েছে। প্রতিটি প্যাকেটে রয়েছে পাঁচ কেজি চাল, এক কেজি ডাল, এক কেজি লবণ, এক কেজি আলু ও ৫০০ গ্রাম সয়াবিন তেল। করোনাভাইরাস রোধে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান অব্যাহত রয়েছে। পৌর এলাকায় এডিস মশার ডিম নিধনে প্রতি ওয়ার্ডে কীটনাশক স্প্রে করা হচ্ছে।
মেয়র বলেন, ‘কেশবপুর পৌর এলাকায় কোনো মানুষের খাদ্যাভাব থাকবে না। যে কেউ আমাকে সংবাদ দিলে সাথে সাথে যার চাল-ডালের প্রয়োজন তার বাড়িতে পৌরসভার পক্ষ থেকে বাজার পৌঁছে দেওয়া হবে
ল/আ- শার্শা উপজেলা প্রতিনিধি, যশোর
Print Friendly, PDF & Email