যশোরে আরো ২৬ জনের শরীরের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট ৭০ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত করা হয়েছে।
আজ ২৯ এপ্রিল, ২০২০ খ্রি. তারিখে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে যশোরের ৮২টি নমুনা পরীক্ষা করে ২৬টি নমুনায় কোভিড-১৯ পজেটিভ পাওয়া গেছে।
এছাড়াও ঝিনাইদহের ৩৩টি, নড়াইলের ৬টি ও মাগুরার ৯টি নমুনা পরীক্ষা করে সবগুলোর ফলাফলই নেগেটিভ এসেছে। গত ২৪ ঘণ্টায় যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি)’র ল্যাবে মোট ১৩০টি নমুনা পরীক্ষার মধ্যে ২৬টি পজিটিভ এবং ১০৪টি নেগেটিভ ফলাফল এসেছে।
উপজেলা প্রতিনিধি শার্শা, যশোর