মাদারীপুরের রাজৈর উপজেলায় পূর্ব শত্রুতার জের ধরে পৃথক ঘটনায় দুই পক্ষের হামলায় পুরুষ ও নারীসহ দুইজন নিহত হয়েছে। মঙ্গলবার রাতে উপজেলার কদমবাড়ি ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের যতীন মন্ডলের ছেলে ও উল্লাবাড়ির প্রমীলা রানী রায়ের মৃত্যু হয় বলে জানিয়েছেন রাজৈর থানার ওসি খন্দকার শওকত জাহান।
স্থানীয় সুত্রে জানা যায়, নির্মল মন্ডল ও কার্তিক বাইনদের পাশাপাশি বাড়ি হওয়ায় দুই পরিবারের সাথে দীর্ঘদিন ধরেই নানা বিষয় নিয়ে বিরোধ চলে অাসছিলো।
এর জের ধরে মঙ্গলবার রাত ১০টার দিকে দুইপক্ষের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায় দু’পক্ষের হামলা শুরু হয়। এতে গুরুতর আহত হোন নির্মল মন্ডল। গুরুতর আহত নির্মল মণ্ডল কে রাতেই ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার কিছুক্ষণ পরেই মারা যায়।
এদিকে উপজেলার উল্লাবাড়িতে চাষাবাদের জমিতে পানি দেয়াকে কেন্দ্র করে মঙ্গলবার দুপুরে দুই পক্ষের হামলায় আহত প্রমীলা রানী রায় নামে এক নারী ঘটনাস্থলেই মারা যায়।
রাজৈর থানার ওসি জানান ,গত মঙ্গলবার দিবাগত রাতে রাজৈর উপজেলার কদমবাড়ী ইউনিয়নের লক্ষীপুর গ্রামের নির্মল মন্ডল পূর্ব শত্রুতার জের ধরে খুন হন।
এছাড়াও ওইদিন দুপুরেই উপজেলা উল্লাবাড়িতে প্রমিলা রানী রায় কে জমিতে পানি দেয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় খুন হন।
মরদেহ দুইটি ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। বুধবার সকাল এ পর্যন্ত এই ঘটনায় থানায় কোন অভিযোগ দায়ের করা হয়নি। অভিযোগ পেলেই পরবর্তীতে ব্যবস্থা গ্রহণ করতে সক্ষম হবো।