শুক্রবার, ০১ ডিসেম্বর ২০২৩, ০২:০৮ পূর্বাহ্ন
জেলার রামগঞ্জ উপজেলার ৮নং করপাড়া ইউনিয়নের ডুমুরিয়া গ্রামে বৃহস্পতিবার বিকেলে সুলতান মাহমুদ কিরন নামের এক বাটপারকে গনপিটুনি দিয়ে পুলিশে সোর্পদ করেছে গ্রামবাসী।
রাতেই একই এলাকার মাহাব উদ্দিন হাজী বাড়ির মৃত মজিবুল হকের ছেলে কামাল হোসেন তাকে প্রধান আসামী করে ৬জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করে।
জানা যায়, উপজেলার করপাড়া ইউনিয়নের ডুমুরিয়া গ্রামের মৃত তোফায়েত আহমেদের ছেলে সুলতান আহমেদ গ্রামবাসীদের দীর্ঘ কয়েক মাস যাবত জিম্মি করে চাঁদা আদায়, সরকারী ত্রান আত্মসাত, মিথ্যা অভিযোগ দিয়ে পুলিশি হয়রানী, আইডি কার্ড নিয়ে বিভিন্ন ব্যাংকের মাঠ কর্মীদের ম্যানেজ করে ঋণ উত্তোলনসহ বিভিন্ন অপকর্ম করে আসছে। এসব ঘটনায় গ্রামবাসী তার উপর ক্ষীপ্ত হয়ে উঠে। বৃহস্পতিবার দুপুরে কিরন মাহাব উদ্দিন হাজী বাড়িতে গিয়ে চাঁদা দাবী করলে গ্রামবাসী গণপিটুনি দিয়ে পুলিশে সোর্পদ করে।
গ্রামের ফুলবানু (৮০) বলেন, কিরন তার বেয়াইন শিরিন বেগমকে দিয়ে আমার স্বর্নের চেইন নিয়ে আর ফেরত দেয়নি।
তিনাজি বাড়ির শহিদ উল্যা, হারুন ফারুক, শহিদ জানান, কিরন আমাদের নাম দিয়ে ভূয়া খতিয়ান, দলিল দিয়ে কৃষি ব্যাংক থেকে লোন উত্তোলন করে সম্পূর্ন টাকা আত্বসাত করেছে। আমরা তার এসব অপকর্মের প্রতিবাদ করলে পুলিশের ভয় দেখিয়ে মিথ্যে মামলায় ফাঁসানোর হুমকী দেয়।
মোহাম্মদীয়া বাজার পুলিশ ফাঁড়ির এসআই মোঃ দেলোয়ার হোসেন জানান, পুলিশ হেফাজতে থাকা কিরনের বিরুদ্ধে দায়ের করা এজাহার তদন্ত করে আইনানুক ব্যবস্থা নেওয়া হচ্ছে। তবে প্রাথমিক তদন্তে অপরাধী প্রমানিত হয়েছে।
শাহে ইমরান, রামগঞ্জ