শুক্রবার, ০১ ডিসেম্বর ২০২৩, ০৩:০০ পূর্বাহ্ন
লক্ষ্মীপুরের রামগতি উপজেলা ঔষধ ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে গরীব, অসহায়, দুস্থ ও কর্মহীন মানুষের মাঝে জ্বর, সর্দি ও কাশি সহ কয়েকটি প্রাথমিক রোগের বিভিন্ন ধরনের ঔষধ বিতরণ করা হয়। সোমবার (২০ এপ্রিল) সকালে আলেকজান্ডার বাজার সহ আশ-পাশের বাজার সমুহে এবং বাড়ীতে বাড়ীতে ঔষধ সামগ্রী বিতরণ করা হয়।
এই সময় উপস্থিত ছিলেন,উপজেলা নির্বাহী অফিসার মো:আবদুল মোমিন, পৌর মেয়র এম মেজবাহ উদ্দিন, আলেকজান্ডার বাজার কমিটির সভাপতি শামছুল হক (বাহার খন্দকার), ঔষধ ব্যবসায়ী সমিতির সভাপতি যোবায়ের হোসেন খন্দকার,সাধারণ সম্পাদক মো: তছলিম হোসেন, পৌর কাউন্সিলর দিদারুল ইসলাম খন্দকার, পৌর কাউন্সিলর শাহাদাত হোসেন সহ আরো অনেকে।
বিতরণ কালে উপজেলা নির্বাহী অফিসার সাধারণ জনগনের উদ্দেশ্যে বলেন, আপনারা রেজিষ্টার্ড চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ঔষধ সেবন করিবেন। সকলে ঘরে থাকুন এবং সরকারের নির্দেশনা ও স্বাস্থ্য বিধি মেনে চলুন।
মো: জহির উদ্দিন, রামগতি