মঙ্গলবার, ৩০ মে ২০২৩, ০৫:২৪ অপরাহ্ন
লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলায় করোনার উপসর্গ নিয়ে মো: রাজিব(২০) নামের এক যুবকের মৃত্যু হয়। এ ঘটনায় আশে পাশের তিন বাড়ী লকডাউন করে প্রশাসন।
জানা যায, রবিবার (১৯ এপ্রিল) সন্ধায় উপজেলার ৭নং চর রমিজ ইউনিয়নের চর আফজল গ্রামের মো: জসিম উদ্দিনের ছেলে জ্বর, শ্বাসকষ্ট ও ডায়েরিয়া উপসর্গ নিয়ে তার নিজ বাড়ীতে মৃত্যু হয়।
স্থানীয়রা জানান, রাজিব ঢাকাতে চাকরী করতো ১২ দিন আগে বাড়ীতে আসেন। গত দুই দিন ধরে রাজিব জ্বর,শ্বাসকষ্ট ও ডায়রিয়ায় ভূগছিলো।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা: কামনাশিস মজুমদার তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। করোনা ভাইরাসের উপসর্গ থাকায় পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে। তাছাড়া তার সংস্পর্শে আসা আরো ১০ জনের নমুনা নেওয়া হয় এবং তাদেরকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়।
রামগতি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সোলাইমান জানান, করোনার উপসর্গ থাকায় মৃত ব্যক্তির বাড়ীসহ তিন বাড়ীকে লকডাউন করা হয়েছে।
এছাড়াও গত ৭ই এপ্রিল চরবাদাম ইউনিয়নের চরসীতা গ্রামের মো: ফারুক নামে আরো এক জনের মৃত্যু হয়েছে। এই পর্যন্ত রামগতি উপজেলায় করোনার উপসর্গ নিয়ে দুুই জনের মৃত্যু হয়েছে।