শুক্রবার, ০১ ডিসেম্বর ২০২৩, ০৩:৪৭ পূর্বাহ্ন
জেলার রামগতিতে কৃষকের ফসলী জমির ধান কেটে কৃষকের উঠানে পৌঁছে দিল উপজেলা ছাত্রলীগ। বুধবার(২২এপ্রিল) সকালে জেলা ছাত্রলীগের নির্দেশনায় উপজেলা ছাত্রলীগের উদ্যোগে চরবাদম ইউনিয়নের পূর্ব চরসীতা গ্রামের কারামতিয়া এলাকায় অসহায় কৃষক মো: মোস্তফার ধান কেটে বাড়িতে পোঁছে দিলো উপজেলা ছাত্রলীগ সভাপতি আকবর হোসেন সুখী, সাধারণ সম্পাদক মো: সাদ্দাম হোসাইনসহ নেতৃবৃন্দ।
এ বিষয়ে সভাপতি ও সাধারণ সম্পাদক বলেন, সামাজিক দুরত্ব বজায় রেখে আমরা উপজেলা ছাত্রলীগের কর্মীরা এই দুর্যোগময় মুুহুর্তে অসহায় কৃষকের পাশে এসে তাদের সহযোগিতা করছি। দেশকে খাদ্য স্বয়ংসম্পূর্ন করার স্বার্থে আমরা কৃষকের পাশে নিরলস কাজ করে যাবো। বৈশ্বিক এই মহামারির মুহুর্তে যাতে কোনো ধরনের সমস্যায় পড়তে না হয় সে বিষয়ে প্রশাসনের পাশাপাশি আমরা সর্বদা সজাগ আছি।
মো:জহির উদ্দিন, রামগতি