শুক্রবার, ০১ ডিসেম্বর ২০২৩, ০৩:৩২ পূর্বাহ্ন
লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলায় প্রবেশ ও বাহিরে নিষেধাজ্ঞা জারি করেছে উপজেলা প্রশাসন। তবে জরুরী প্রয়োজনে এ নিষেধাজ্ঞা শীতিলযোগ্য।জানা যায়, সম্প্রতি দেশের বিভিন্ন জেলা থেকে অবাধে মানুষজন রামগতিতে প্রবেশ করছে। আর এ প্রবেশ ঠেকাতে রামগতিতে প্রবেশের যে কয়েকটি পথ আছে তা বন্ধ ঘোষনা করা হয়েছে।
পথ গুলো হচ্ছে আলেকজান্ডার আসল পাড়া লঞ্চঘাট সড়ক, জেলা সদর রোড় করুনানগর চক বাজার, চর গাজী ইউনিয়নের যোগী পাড়া, বয়ার চর তে-গাছিয়া টাংকী বাজার, সোনাপুর সড়কের আজাদ নগর সৈয়দ নগর বাজার।
উপজেলা চেয়ারম্যান শরাফ উদ্দিন আজাদ সোহেল জানান, নিরাপত্তার স্বার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার মো: আবদুল মোমিন জানান, উপজেলা পরিষদ ও প্রশাসন সমন্বিতভাবে ঝুকি এড়াতে রামগতি প্রবেশের সকল পথ বন্ধ করে দিয়ে চেকপোষ্ট তৈরীর সিদ্ধান্ত নিয়েছে। সরকার অনুমোদিত নিত্য প্রয়োজনীয় খাদ্য দ্রব্য আমদানি রপ্তানি ও ঔষধ বহনকারী পরিবহন চলবে।
মো: জহির উদ্দিন, রামগতি