বৃহস্পতিবার, ০১ জুন ২০২৩, ০৮:২৮ পূর্বাহ্ন
লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলায় আলেয়া বেগম (২০) নামে এক যুবতী মেয়ের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার দুপুরে উপজেলার ৬নং ইউনিয়নের ১নং ওয়ার্ডের চর সেকান্তর গ্রামে ঘটনাটি ঘটে। সে ওই গ্রামের আলী আহম্মদের মেয়ে।
পুলিশ জানায়, গাছের সাথে একটি মেয়ের লাশ ঝুলতে দেখে থানায় খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ স্থানীয়দের সহযোগিতায় লাশটি উদ্ধার করে।
রামগতি থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সোলাইমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন। লাশটি উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্তের রিপোর্টের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
মোঃ জহির উদ্দিন, রামগতি