শুক্রবার, ০১ ডিসেম্বর ২০২৩, ০২:৫০ পূর্বাহ্ন
মোতালেব সভাপতি ॥ সুভাষ সম্পাদক
মো: নজরুল ইসলাম দিপু ॥ লক্ষ্মীপুর জেলার রায়পুর পৌর ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন ২০১৯ সম্পন্ন হয়েছে। শনিবার বিকেলে শহরের রায়পুর বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে বর্ণিল আয়োজনে হাজার হাজার নেতাকর্মীর উপস্থিতিতে বেলুন উড়িয়ে উক্ত সম্মেলনের উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এডভোকেট নুরউদ্দিন চৌধুরী নয়ন। এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়পুর আসনের সংসদ সদস্য কাজী শহিদ ইসলাম পাপুল।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য সেলিনা ইসলাম সিআইপি। পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আইনুল কবির মনিরের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়পুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ মামুনুর রশীদ, সাধারণ সম্পাদক হাজী ইসমাইল খোকন, পৌর আওয়ামী লীগ সভাপতি কাজী জামসেদ কবির বাক্কি বিল্যাহ, জেলা আওয়ামী লীগ সদস্য রফিকুল হায়দার বাবুল পাঠান, এডভোকেট মিজানুর রহমান মুন্সী, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কাজী নাজমুল কাদের গুলজার, এড. ইউসুফ জালাল কিসমত প্রমূখ।
এছাড়াও অনুষ্ঠানে জেলা শ্রমিকলীগের আহবায়ক মামুনুর রশিদ, পৌর আওয়ামী লীগ নেতা দেলোয়ার হোসেনসহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ সর্বস্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে ২য় অধিবেশনে কাউন্সিলরদের প্রত্যক্ষ ভোটে মোতালেব ভুইয়া সভাপতি ও সুভাষ রায় সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছে।