রায়পুরে আদেশের ৬ দিনের মাথায় কাঁচাবাজার বসছে মার্চেন্টস একাডেমীর মাঠে। করোনা ভাইরাস সংক্রমণ এড়াতে ও সামাজিক দূরত্ব নিশ্চিতে লক্ষ্মীপুরের রায়পুরে পৌরসভার কাঁচাবাজার স্থানান্তর করা হয়েছে। শনিবার (২ মে) সরকারি মার্চ্চেন্টস একাডেমি স্কুল মাঠে উপজেলা প্রশাসনের সিদ্ধান্তে এ বাজার সাময়িক স্থানান্তর করা হয়।
সকাল ৬টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এ বাজারে মাছ-মাংস ও তরকারিসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রি হবে।
কাঁচামাল ব্যবসায়ী আবুল কালাম বলেন, তাদের বিক্রি মোটামুটি ভালো হচ্ছে। তবে হঠাৎ এ রকম হাটের জায়গা বদল হওয়াতে অনেক ক্রেতা এখনো জানেননা।
রায়পুর পৌর মেয়র ইসমাইল খোকন বলেন, রায়পুর সরকারি মার্চ্চেন্টস একাডেমি মাঠ প্রাঙ্গণে অস্থায়ীভাবে কাঁচা পণ্য বিক্রি করার নির্ধারিত স্থান করা হয়েছে। মাঠ অনেক বড় হওয়ায় দোকানগুলো বসেছে বেশ দূরত্ব নিয়ে। লোকজন সামাজিক দুরত্ব বজায় রেখে কেনাকাট করতে পারছেন। তাছাড়া সচেতনতা বাড়ছে সাধারণ মানুষের মধ্যে।
রায়পুর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরীন চৌধুরী বলেন, এখন ব্যবসার চেয়ে বেঁচে থাকার চেষ্টাটা অনেক জরুরি। সামাজিক দূরত্ব নিশ্চিত করতে হবে। এটি সাময়িক স্থানান্তর, তাই কিছু সমস্যা থাকবে, ধীরে ধীরে সমস্যা কমবে।
করোনা পরিস্থিতিতেও নিত্যপ্রয়োজনে সবাইকে বাজারে যেতে হয়। ফলে সব দিক মাথায় রেখে সবাইকে দায়িত্বশীল ভূমিকা রাখার আহবান জানান তিনি।