লক্ষ্মীপুরের রায়পুরে করোনা সন্দেহে এক নারী (৪৫) ও এক পুরুষের (৫৫) নমুনা সংগ্রহ করে আইইডিসিআরে পাঠানো হয়েছে। তারা উভয় উপজেলার চর আবাবিল ইউনিয়নের উদমারা গ্রামের বাসিন্দা।
রোববার রাতে তাদেরকে উপজেলা সরকারি হাসপাতালে নিয়ে আসলে ডাক্তার করোনা নমুনা সংগ্রহ করে তাদেরকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। বাড়িটি লগডাউনের পরিকল্পনা চলছে।
রায়পুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জাকির হোসেন বলেন, ২জন হোম কোয়ারেন্টাইনে রয়েছেন। সোমবার চর আবাবিল ইউনিয়নের ১ জন পুরুষ ও ১ জন মহিলাকে করোনা সন্ধেহে নমুনা সংগ্রহ করে তা পরীক্ষার জন্য চট্রগ্রাম আইইডিসিআরে পাঠানো হয়েছে। এই সময় তিনি সবাইকে স্বাস্থ্য মন্ত্রনালয়ের নির্দেশ মেনে চলার অনুরোধ করেন এবং আতঙ্কিত না হয়ে সচেতন হতে অনুরোধ করেন।
জেলা সিভিল সার্জন আঃ গাফফার জানান, জ্বর, গলা ব্যাথা, শ্বাসকষ্ট হলেই করোনা টেষ্টের জন্য লক্ষ্মীপুরস্থ নিকটস্থ জেলা/উপজেলার সরকারী হাসপাতালে আসুন। অহেতুক আতঙ্ক তৈরি না করে ঘরে থাকুন, নিয়ম মেনে চলুন।