করোনা ভাইরাস সম্পর্কিত মহাসংকটেও প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র নির্দেশনায় কৃষকের পাশে দাঁড়িয়েছে মাদারীপুর জেলা ছাত্রলীগ। রোজা রেখেও আজ মাদারীপুরের মহিষের চর গ্রামের কৃষক মোঃ তৈয়ব আলীর ধান কেটে দেন পৌর ছাত্রলীগের সভাপতি মোঃ নোবেল ব্যাপারী ।
মাদারীপুর পৌর ছাত্রলীগের সভাপতি নোবেল ব্যাপারী বলেন, মাদারীপুর দুই আসনের এমপি শাহজাহান খান এমপি’র ছেলে পৌর ছাত্রলীগের নেতা আসিব খানসহ ছাত্রলীগের নেতৃবৃন্দ শ্রমিকের অভাবে ধান কাটতে না পারা কৃষক তৈয়ব আলীর দেড় বিঘা জমির ধান কেটে দেয়। আরও এক বিঘা জমির ধান কাঁচা, এগুলো পাকলে তা আবার আমরাই কেটে দিব অঙ্গীকারবদ্ধ হয়েছি ।
তিনি আরও বলেন, করোনা পরিস্থিতিতে পৌর ছাত্রলীগের অনেক নেতা-কর্মী নিজ গ্রামে অবস্থান করছে, ইতিমধ্যে সংকটময় সময়ে নিজ গ্রামের কৃষক ভাইয়ের ধান কেটে বাড়ি পৌঁছে দিয়েছে অনেকে। কৃষকের প্রয়োজনে পৌর ছাত্রলীগের এই কার্যক্রম অব্যাহত থাকবে।