শুক্রবার, ০১ ডিসেম্বর ২০২৩, ০৩:৪১ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টারঃ
লক্ষ্মীপুরে অবৈধ বিয়ার বিক্রয় করায় ১৯ পিচ বিয়ার ক্যানসহ একজনকে আটক করেছে লক্ষ্মীপুর জেলা গোয়েন্দা পুলিশ। বৃহস্পতিবার ২৭ জুন লক্ষ্মীপুর সদর উপজেলার ভবের হাট বাজারের রাজু স্টোর থেকে এসব অবৈধ বিয়ার ক্যান জব্দ করা হয়েছে। এসময় রাজু নামে একজনকে আটক করা হয়। আটককৃত রাজু (৩২) স্থানীয় ধর্মপুর গ্রামের মোঃ ছলিম উল্লার ছেলে।
সূত্র জানায়, জেলা গোয়েন্দা পুলিশের ইন্সপেক্টর মোহাম্মদ সোলায়মান এর নেতৃত্বে গোয়েন্দা পুলিশের একটি দল লক্ষ্মীপুর সদর উপজেলার তেওয়ারীগঞ্জ ইউনিয়ন এর ভবের হাট বাজারে রাজু স্টোর নামক দোকানে তল্লাশি করে ১৯ পিস অবৈধ বিদেশি (বেলজিয়ামের) বিয়ার ক্যান উদ্ধার করে। এ সময় রাজু নামে একজনকেও আটক করা হয়। বিয়ার বিক্রয়ের কোন বৈধ কাগজপত্র দেখাতে না পারায় তার বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়।