বৃহস্পতিবার, ০১ জুন ২০২৩, ০৭:৩১ পূর্বাহ্ন
লক্ষ্মীপুরে ৫০ অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন পৌর ছাত্রলীগ নেতা তানভীর মাহমুদ অন্তর। ৫ এপ্রিল রবিবার লক্ষ্মীপুর পৌর এলাকায় অসহায় ও গরীব পরিবারের মাঝে এসব সামগ্রী বিতরণ তিনি। খাদ্য সহায়তায় ছিলো ৫ কেজি চাল, ২ কেজি আলু, ১ কেজি ডাল।
লক্ষ্মীপুর পৌর ছাত্রলীগের সদস্য তারভীর মাহমুদ অন্তর বলেন, লক্ষ্মীপুর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জিয়াউল করিম নিশান এর নির্দেশে ৫০ টি দিনমুজুর পরিবাবের মাঝে খাদ্য সামগ্রীর বিতরণের কাজ করেছি।
তিনি বলেন, করোনাভাইরাসের কারণে কর্মজীবী মানুষ কাজে বের হতে পারছে না। তাই নিজ উদ্যোগে খাদ্য সামগ্রী নিয়ে কর্মহীন নিম্ন আয়ের মানুষের পাশে গিয়েছি।
তিনি আরো বলেন, আমার জায়গা থেকে আমি যতটুকু পেরেছি; তা আমি চেষ্টা করেছি আমার স্বাধ্যমত। তবে আমাদের সমাজে অনেক বিত্তশালী ব্যক্তি আছেন; যারা প্রতিদিন অনেক আজে বাজে খরচ করে থাকেন। কিন্তু বর্তমান সময়ে যদি তারা গরীব অসহায় মানুষের পাশে দাঁড়ান তা হলে করোনাভাইরাস মোকাবেলা করা সহজ হবে।