বৃহস্পতিবার, ০১ জুন ২০২৩, ০৯:১১ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার ॥
“সংগ্রাম ও অর্জনে গৌরবময় পথচলার ৭০ বছরে বাংলাদেশ আওয়ামীলীগ” এই শ্লোগানে লক্ষ্মীপুরে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। ২৩ জুন লক্ষ্মীপুর সদর উপজেলা ও পৌর আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা, কেক কাটা ও র্যালীর আয়োজন করা হয়। [divider style=”solid” top=”5″ bottom=”5″]লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগ কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় সদর উপজেলা সভাপতি বিজন বিহারী ঘোষ এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগ সভাপতি গোলাম ফারুক পিংকু, সাধারণ সম্পাদক এডভোকেট নুরউদ্দিন চৌধুরী নয়ন, সাবেক সভাপতি এম আলাউদ্দিন, জেলা আওয়ামী লীগ সহসভাপতি জয়নাল আবেদীন, শামসুল ওমর শামিম, সদর উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক আবুল কাশেম চৌধুরী, জেলা আওয়ামী লীগ শ্রম বিষয়ক সম্পাদক নুরুল ইসলাম বাবুল, কৃষি বিষয়ক সম্পাদক আব্দুল মতলব, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোজাম্মেল হায়দার মাছুম ভূঁইয়া, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট রাসেল মাহমুদ মান্না, শিক্ষা বিষয়ক সম্পাদক ফরীদা ইয়াসমিন লিকা, লক্ষ্মীপুর পৌর আওয়ামীলীগ সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী, সাধারণ সম্পাদক জহির উদ্দিন বাবর, চন্দ্রগঞ্জ আওয়ামী লীগ নেতা সাবির আহম্মদ, জেলা কৃষকলীগ সাধারণ সম্পাদক হিজবুল বাহার রানা, জেলা যুবলীগ সহসভাপতি মোহাম্মদ আদনান চৌধুরীসহ লক্ষ্মীপুর জেলা, উপজেলা, পৌর আওয়ামীলীগসহ সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
সভায় ৭০ পাউন্ড ওজনের বিশাল কেক কাটা হয়। পরে এক বর্ণাঢ্য র্যালী শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে।