শনিবার, ০৩ জুন ২০২৩, ০৫:০৭ পূর্বাহ্ন
লক্ষ্মীপুর করোনা ভাইরাস সংক্রমণ রোধে এবং নিজেদের সুরিক্ষত রাখতে সমসেরাবাদ আবাসিক এলাকা অঘোষিত লকডাউন করে দিয়েছে স্থানীয় যুবসমাজ। পৌর শহরের ৭ নং ওয়ার্ড সমসেরাবাদ জোড়দিঘির পাড় সমাজ উন্নয়ন কমিটির উদ্যোগে পুরো আবাসিক এলাকা লকডাউন করা হয়। এসময় এলাকার মূল ৪টি প্রবেশধার বাঁশের বেড়া দিয়ে যান চলাচল বন্ধ করে দেয় তারা।
একই সাথে পুরো এলকার রাস্তা দু-পাশ পরিস্কার পরিচ্ছন্ন করে জীবাণুনাশক স্প্রে করে ওই এলাকার যুব সদস্যরা। এছাড়াও স্বাস্থ্য সুরক্ষায় একাধিক স্থানে রাখা হয়েছে হাত ধোয়ার ব্যবস্থা। লকডাউনকৃত ওই এলাকার কেউ অপ্রয়োজনে বের হচ্ছেনা এবং অপরিচিতিসহ বাইরের কাউকে ঢুকতেও দিচ্ছেনা তারা। তবে এসময় জরুরী প্রয়োজনে সেবা দিতে স্বেচ্ছাসেবি সদস্যরা প্রস্তুত রয়েছে। একইভাবে শহরের বিভিন্ন স্থানে নিজ উদ্যোগে লকডাউন করে রেখেছে স্থানীয় যুবসমাজ।