প্রকাশের সময়:
শনিবার, ০৩ জুন ২০২৩, ০৩:৫১ পূর্বাহ্ন
শেয়ার করুন
স্টাফ রিপোর্টার ॥
লক্ষ্মীপুরে ইয়াবা ট্যাবলেটসহ কানি লাইলিসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করে জেলা গোয়েন্দা পুলিশ। এসময় তাদের কাছ থেকে ৪৭ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
জানা যায়, বুধবার মধ্য রাতে পৌর শহরের ২নং ওয়ার্ডস্থ নুরুদ্দিন ডাক্তার বাড়ীর সেলিনার বিল্ডিং এর নিচ তলায় জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক মোহাম্মদ সোলাইমান এর নেতৃত্বে অভিযান চালিয়ে সদর উপজেলার হামছাদী ইউপির পালের হাট ইয়ারপুর গ্রামের নবী হোসেনের স্ত্রী লায়লা বেগম ওরপে কানি লাইলি (৫০) এবং পৌর শহরের বাঞ্চানগর মিস্ত্রি বাড়ীর রুহুল আমিন বাবুলের ছেলে মো: ইউসুফ রনি (২৪) কে ৪৭ পিস ইয়াবাসহ আটক করে পুলিশ। তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।