বৃহস্পতিবার, ০১ জুন ২০২৩, ০৮:৫৮ পূর্বাহ্ন
লক্ষ্মীপুরে করোনা ভাইরাসের সংক্রমণ রোধে ঘরে থাকার আহবান জানিয়ে শতাধিক শ্রমজীবির মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে ছাত্রদল। রোববার (৫ এপ্রিল) সকালে শহরের চক-বাজার এলাকায় জেলা ছাত্রদলের উদ্যোগে এসব বিতরণ করা হয়।
এসময় পথচারী, রিকশা চালক, মোটরসাইকেল আরোহীদেরকে মাস্ক, হ্যান্ড গ্লাভস ও সার্জিক্যাল টুপি পড়িয়ে দেয় নেতারা।
খাদ্য সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সভাপতি হাসান মাহমুদ ইব্রাহিম, সহ-সভাপতি আবদুর রহিম রাজন, আমজাদ হোসেন ভূঁইয়া, সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন, যুগ্ম-সাধারণ সম্পাদক আমির আহমেদ রাজু ও সাংগঠনিক সম্পাদক রেজোয়ার হোসেন আকবর।
দলীয় সূত্র জানায়, কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী জেলা ছাত্রদলের উদ্যোগে শতাধিক শ্রমজীবির মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এতে একটি পরিবারের সাতদিনের চাল, ডাল, আলু, পেঁয়াজ ও একটি করে সাবান দেওয়া হয়েছে। এছাড়া শতাধিক মাস্ক, হ্যান্ড গ্লাভস ও সার্জিক্যাল টুপি বিতরণ করা হয়।
এ ব্যাপারে ছাত্রদল নেতা হাসান মাহমুদ ইব্রাহিম বলেন, ছাত্রদল সবসময় অসহায় মানুষের পাশে ছিল। এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। মরণব্যাধি করোনা প্রতিরোধে শ্রমজীবিদেরকে ঘরে থাকার আহবান জানিয়ে তাদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। আমাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে।