শুক্রবার, ০১ ডিসেম্বর ২০২৩, ০৩:০৬ পূর্বাহ্ন
লক্ষ্মীপুরে ট্রাফিক পুলিশের উদ্যোগে পরিবহণ শ্রমিকদের খাদ্য সামগ্র বিতরণ করা হয়েছে। করোনা ভাইরাসের প্রভাবে দেশব্যাপী সকল গণপরিবহণ বন্ধ থাকায় শ্রমিকদের পরিবারকে খাওয়ার জন্য খাদ্য সামগ্রী বিতরণ করেন ট্রাফিক পুলিশ পরিদর্শক (প্রশাসন) মামুন আল আমিন। এসময় ট্রাফিক বিভাগের অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
শহরের ঝুমুর ট্রাফিক বক্স এর সামনে বিভিন্ন সিএনজি, অটো রিক্সা ও অন্যান্য গণ পরিবহনের শতাধিক শ্রমিকদের মাঝে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এসময় ট্রাফিক বিভাগের এ মহৎ কাজের জন্য ভূয়সী প্রশংসা করেন বিভিন্ন স্তরের মানুষজন ও সহায়তা পাওয়া শ্রমিকগণ।