শুক্রবার, ০১ ডিসেম্বর ২০২৩, ০২:৩১ পূর্বাহ্ন
বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি লক্ষ্মীপুর জেলা শাখার নির্বাচন সম্পন্ন হয়েছে। ৫জুলাই শুক্রবার সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত লক্ষ্মীপুর টাউন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে ১৩টি পদে দুটি প্যানেলের মোট ২৫ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করেন।
ভোট গ্রহণ শেষে ফলাফলে সভাপতি পদে স্বপন দেবনাথ (টাউন লাইব্রেরী) ৩২ ভোট পেয়ে জয়লাভ করেছে। তার নিকটতম প্রতিদ্ব¦ন্ধী মনজুর মোরশেদ পেয়েছে ২৫ ভোট। সাধারণ সম্পাদক পদে মহি উদ্দিন চৌধুরী ২৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধি মোঃ আরিফ হোসেন পেয়েছে ২৭ ভোট।
এছাড়াও সিনিয়র সহ-সভাপতি মোঃ আব্দুর রহিম, সহ-সভাপতি মোঃ কবির হোসেন, মোঃ নাসির উদ্দিন, মোঃ রাহাত, মোঃ সোহেল, অতিরিক্ত সাধারণ সম্পাদক মাহাবুবুল ইসলাম, যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ আব্দুল মান্নান, মোঃ ওসমান গণি, মোঃ ফারুক আহাম্মদ, ইকবাল হোসেন, কোষাধ্যক্ষ মোঃ আকবর হোসেন ফেরদৌস নির্বাচিত হয়েছেন। নির্বাচিত কমিটি আগামী দুই বছরের জন্য দায়িত্ব পালন করবেন।
নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন খিলবাইছা জিএফ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ হোসেন। নির্বাচন কমিশনারের আরও দায়িত্বে ছিলেন মুনসুর আহম্মদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ কামাল হোসেন, চররুহিতা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাজুল ইসলাম।
নির্বাচন পরিচালনা করেন বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি (বাপুস) কেন্দ্রীয় কমিটির পরিচালক মোঃ আনোয়ারুল ইসলাম স্বপন, মোঃ গোলাম এলাহি জায়েদ, বদিউল আলম বেলাল।