
সংবাদদাতা ॥
রাষ্ট্রীয় কোষাগার থেকে শতভাগ বেতন ভাতা প্রদান ও পেনশন প্রথা চালুর দাবীতে লক্ষ্মীপুরে মতবিনিময় সভা করেছে জেলার ৪টি পৌরসভার কর্মকর্তা কর্মচারীরা। বুধবার (২৬ জুন) সকালে লক্ষ্মীপুর শহরের স্থানীয় একটি রেস্তোরায় লক্ষ্মীপুর পৌরসভা সার্ভিস ইউনিট কর্তৃক আয়োজিত এ সভায় প্রধান অতিথি ছিলেন লক্ষ্মীপুর পৌরসভার মেয়র আবু তাহের। বাংলাদেশ পৌরসভা সার্ভিস এসোসিয়েশন জেলা সভাপতি একে এম শামছুদ্দিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন রামগতি পৌর মেয়র মেজবাহ উদ্দিন, রামগঞ্জ পৌর মেয়র আবুল খায়ের পাটোয়ারী, রায়পুর পৌর মেয়র ইসমাইল খোকন, লক্ষ্মীপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম পাবেল, এসোসিয়েশনের কেন্দ্রীয় সভাপতি আব্দুল আলিম মোল্লা প্রমুখ। বক্তারা পৌর কর্মকর্তা-কর্মচারীদের যৌক্তিক দাবী বাস্তবায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করেন।