শুক্রবার, ০১ ডিসেম্বর ২০২৩, ০২:১০ পূর্বাহ্ন
প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে লক্ষ্মীপুরে শিক্ষকদের নিয়ে এবার বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ে ট্রেনিং অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে ৩০ জানুয়ারি বৃহস্পতিবার বিকেলে সদর উপজেলা রিসোর্স সেন্টারের আয়োজনে ৩০ জন শিক্ষককে নিয়ে ৬ দিন ব্যাপি এ ট্রেনিং এর সমাপ্ত হয়।
ইউআরসি উপজেলা ইন্সট্রাকটর মাধব চন্দ্র মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা শিক্ষা অফিসার আবু তালেব।
৬ দিন ব্যাপি আয়োজিত প্রশিক্ষণ কর্মশালায় খিলবাইছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমুন নাহার ও টুমচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ আলম প্রশিক্ষক ছিলেন। প্রশিক্ষণে সার্বিক সহযোগিতা করছেন ইউআরসি অফিস সহকারি মোঃ আহসান উল্যাহ।