শুক্রবার, ০১ ডিসেম্বর ২০২৩, ০২:২৯ পূর্বাহ্ন
রায়পুরে মো: কাজল হোসেন (১৪) নামে এক কিশোর বিদ্যুৎস্পৃষ্টে মারা গেছে। শুক্রবার (১২ জুলাই) উপজেলার চরমোহনা ইউনিয়নের মধ্য রায়পুর এলাকায় এ দূর্ঘটনা ঘটে। চরমোহনা ইউনিয়নের চেয়ারম্যান শফিক পাঠান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
কাজল উপজেলার ৩নং চরমোহনা ইউনিয়নের মধ্য রায়পুর গ্রামের রওশন বেপারী বাড়ির মো: দুলালের হোসেনের ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, উপজেলার চরমোহনা ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডে নিজ বাড়ীর পাশে বিদ্যুতের পিলার থেকে তার ছিঁড়ে রাস্তায় পরে থাকে। অসাবধানতাবশত বৈদ্যুতিক তারে জড়িয়ে মো: কাজল হোসেন মারাত্মকভাবে আহত হন। গুরুতর আহত অবস্থায় রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। পরে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।