
‘তামাকে হয় ফুসফুস ক্ষয়, সুস্বাস্থ্য কাম্য, তামাক নয়’ এমন স্লোগানকে সামনে রেখে লক্ষ্মীপুরে বিশ্ব তামাক মুক্ত দিবস পালিত হয়েছে। ২০ জুন বৃহস্পতিবার সকালে দিবসটি উপলক্ষে জেলা কালেক্টরেট ভবন প্রাঙ্গণ হতে র্যালি শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে একই স্থানে আলোচনা সভায় মিলিত হয়। জেলা সিভিল সার্জন (ভারপ্রাপ্ত) মো. নিজাম উদ্দিনের সভাপতিত্বে অতিথি ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ সফিউজ্জামান ভূঁইয়া, অতিরিক্ত পুলিশ সুপার মো. রিয়াজুল কবির, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শফিকুর রিদোয়ান আরমান শাকিল, জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) আশফাকুর রহমান মামুন।