শুক্রবার, ০১ ডিসেম্বর ২০২৩, ০২:৩৭ পূর্বাহ্ন
বাংলাদেশের চলচ্চিত্রের খ্যাতনামা নির্মাতা ছটকু আহমেদের কাহিনি, সংলাপ, চিত্রনাট্যে ১৫ জুন থেকে শুরু হয়েছে সব সুখ তোর জন্য ছবির শুটিং। লক্ষ্মীপুরের সন্তান আলাউদ্দিন সাজুর পরিচালনায় ছবিটির মহরত অনুষ্ঠিত হয়েছে লক্ষ্মীপুরে। সকালে স্থানীয় পর্যটন কেন্দ্র দালাল বাজার জমিদার বাড়িতে অনুষ্ঠিত এ মহরত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও লক্ষ্মীপুর সরকারি কলেজের অধ্য প্রফেসর মাইন উদ্দিন পাঠান, লক্ষ্মীপুর প্রেসকাবের সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম পাবেল, ছবির পরিচালক আলাউদ্দিন সাজু, ছবির নায়িকা নাইরুজ সিফাত, নায়ক আফফান মিতুল, আরিয়ান শাহ প্রমূখ।
এক তরুণীকে ঘিরে দুই তরুণের প্রেম কাহিনি এবং ফ্যামিলি ড্রামা চিত্রিত হবে এই চলচ্চিত্রে। চিত্রনায়ক আফফান মিতুল ও আরিয়ান শাহ’র বিপরীতে অভিনয় করছেন নবাগতা চিত্রনায়িকা নাইরুজ সিফাত। এছাড়া লীপুরের শতাধিক সাংস্কৃতিক কর্মী বিভিন্ন চরিত্রে অভিনয় করবেন এই চলচ্চিত্রে। দ্বিতীয় লট থেকে অভিনয় করবেন গুণী অভিনেতা তারিক আনাম খান, নূনা আফরোজ, চঞ্চল সৈকত, দিলারা জামান এবং মিশা সওদাগর।