শনিবার, ০৩ জুন ২০২৩, ০৩:৪২ পূর্বাহ্ন
[divider style=”solid” top=”20″ bottom=”20″]রামগঞ্জ সংবাদদাতা ॥
জেলার রামগঞ্জে ৫ম শ্রেণীর ছাএীকে ধর্ষনের অভিযোগে শোহরাব হোসেন নামের এক যুবককে গ্রেফতার করেছে রামগঞ্জ থানা পুলিশ। সে উপজেলার নোয়াপাড়া গ্রামের ইমাম হোসেনের ছেলে।
জানা যায়, বৃহস্পতিবার বিকেলে নোয়াপাড়া পুরান বাড়ীর লোকজন বাড়ীর পাশ্ববর্তি নালায় মাছ ধরা দেখতে গেলে পথিমেধ্য একই বাড়ির চাচাতো ভাই শোহরাব পথরোধ করে মেয়েটির মুখ ছেপে জোরপূর্বক ধর্ষন করে। পরে মেয়েটি তার মাকে ঘটনা খুলে বললে তার মা রামগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করলে শুক্রবার পুলিশ শোহরাবকে গ্রেফতার করে।
রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন জানান, আমরা অভিযোগের ভিত্তিতে এলাকায় অভিযান চালিয়ে ধর্ষক শোহরাব হোসেন গ্রেফতার করেছি। এ ব্যাপারে রাত ১০টায় স্কুল ছাত্রীর মা বাদী হয়ে থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করা হয়েছে।