বৃহস্পতিবার, ০১ জুন ২০২৩, ০৯:০৭ পূর্বাহ্ন
করোনা ভাইরাস সংক্রামক থেকে রক্ষায় লক্ষ্মীপুরে ঔষধের দোকান ব্যতীত সন্ধ্যা ৬টার পর এবার দোকানপাট ও কাঁচাবাজর বন্ধের ঘোষনা দিয়েছেন জেলা প্রশাসক অঞ্জন চন্দ্রপাল। শুক্রবার (২৭ মার্চ) দুপুরে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ ঘোষনা দেন তিনি। এসময় আরো নির্দেশনা দেওয়া হয় প্রশাসনের পক্ষ থেকে।
জেলা প্রশাসনের বিশেষ ঘোষনা তুলে ধরা হল,
এতদ্বারা লক্ষ্মীপুর জেলার সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত :
প্রসঙ্গত, করোনা ভাইরাস মোকাবেলায় ইতোমধ্যে খাবার ও ঔষদের দোকান ব্যতীত সব দোকান ও যানবাহন বন্ধ করে দেওয়া হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। তবে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত উপরোক্ত নির্দেশনা মানার আহ্বান জানান জেলা প্রশাসক।