লক্ষ্মীপুর জেলায় ২য় করোনা রোগী শনাক্ত হয়েছে। আকান্ত ব্যক্তি রামগতি উপজেলার পৌর ৬নং ওয়ার্ড সবুজ গ্রামের বাসিন্ধা। এ ঘটনায় ওই গ্রাম লকডাউন করেছে প্রশাসন। সিভিল সার্জন ডা. আব্দুল গাফফার এ বিষয়টি নিশ্চিত করেছেন।
রামগতির থানার অফিসার ইনচার্জ সোলায়মান মিয়া জানান, ইউনুছ মাঝি(৫৫) কিছুদিন আগে নারায়ণগঞ্জে তাবলিগে যায়। ওখান থেকেই হয়ত ইউনুছ মাঝি আক্রান্ত হন বলে তিনি ধারনা করেন। এলাকাবাসীর অভিযোগের প্রেক্ষিতে তাকে হোম কোয়ারেন্টাইনে থাকার কঠোর নির্দেশনা দেয়া হয় এবং বাড়িটি লকডাউন করে দেই। করোনা পজিটিভ হওয়ায় আশেপাশের বাড়ি লকডাউন করে দিয়েছি আজ। তাকে উন্নত চিকিৎসার জন্য কুয়েত মৈত্রী হাসপাতালে পাঠানো হয়েছে।
এর আগে জেলার ১ম করোনা রোগী রামগঞ্জ উপজেলার লামচরে সনাক্ত হয়েছে। বর্তমানে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়েছে।