শুক্রবার, ০১ ডিসেম্বর ২০২৩, ০২:১২ পূর্বাহ্ন
লতিকা নৃত্যালয় এর উদ্যোগে লক্ষ্মীপুরে ৩দিন ব্যাপী নৃত্য প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গত বুুধবার জেলা পরিষদ হলরুমে মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে এ প্রশিক্ষণ শুরু হয়ে ৫ জুলাই শুক্রবার সন্ধ্যায় সনদপত্র বিতরন ও সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে শেষ হয়। এতে ৫৫জন প্রশিক্ষনার্থী অংশগ্রহন করেন।
সমাপনী অনুষ্ঠানে বাংলাদেশ নৃত্য শিল্পী সংস্থা লক্ষ্মীপুর শাখার সভাপতি বনশ্রী পালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার রিয়াজুল কবির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ লক্ষ্মীপুর শাখার সভাপতি সাইফুল ইসলাম ভূইয়া তপন, লক্ষ্মীপুর শিল্পী ফোরামের সভাপতি ড্যানি চৌধুরী শাকিক, লক্ষ্মীপুর শিল্পকলা একাডেমীর চিত্রাংকন বিষয়ক প্রশিক্ষক তাপশ শর্ম্মা বাপ্পি, মতি পলি দাস, সম্ভু।
লতিকা নৃত্যালয়ের পরিচালক শুভ দাসের পরিচালনায় ৩দিন ব্যাপি এ প্রশিক্ষণ কর্মশালার প্রশিক্ষক হিসেবে ছিলেন মুম্বাই গন্ধর্ব মহাবিদ্যালয়ের বিষারদ ও নিউ দিল্লী শ্রীরাম ভারতীয় কলাকেন্দ্র থেকে পোষ্ট ডিপ্লোমাকৃত পার্থ প্রতিম দাস।