মঙ্গলবার, ৩০ মে ২০২৩, ০৪:০৮ অপরাহ্ন

শিরোনাম:
যদি রেকর্ড করে শোনাতে পারতাম-ফারহানা আক্তার দৃষ্টি সাউথ এশিয়া গোল্ডেন পিস এ্যাওয়ার্ড-২০২১ পেলেন শাম্মী তুলতুল লক্ষ্মীপুর সরকারি কলেজে শেখ রাসেল দেয়ালিকা উদ্বোধন লক্ষ্মীপুরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কম্পিউটার ও ক্রীড়া সামগ্রী বিতরণ লক্ষ্মীপুর পৌরসভার সম্ভাব্য মেয়র প্রার্থী আব্দুল মতলব’র ব্যাপক গণসংযোগ রায়পুরে বেদে ও অনগ্রসর জনগোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে ১৫ লাখ টাকার চেক বিতরণ রায়পুরে নবনির্মিত শহীদ মিনার উদ্বোধন করলেন নুরউদ্দিন চৌধুরী নয়ন এমপি রায়পুর উপজেলা ডিজিটাল সেন্টার উদ্বোধন করেন এড. নয়ন এমপি রায়পুরে করোনা আক্রান্তদের মাঝে অক্সিজেন সিলিন্ডার বিতরণ উদ্বোধন শোক দিবসে লক্ষ্মীপুরে আওয়ামী লীগের আলোচনা সভা ও দোয়া

শিক্ষার মানের সঙ্গে শিক্ষক প্রশিক্ষণের সম্পর্ক অত্যন্ত নিবিড়: মেয়র এম এ তাহের

অনলাইন সম্পাদনা / ৮১৭ পড়া হয়েছে:
প্রকাশের সময়: মঙ্গলবার, ৩০ মে ২০২৩, ০৪:০৮ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার ॥  শিক্ষার মানের সঙ্গে শিক্ষক প্রশিক্ষণের সম্পর্ক অত্যন্ত নিবিড়। কারণ প্রশিক্ষণ একজন শিক্ষককে দক্ষ, কৌশলী ও শিক্ষার্থীবান্ধব করে তোলে। ২৪ ফেব্রুয়ারি মঙ্গলবার বিকেলে লক্ষ্মীপুরে ৬ দিনব্যাপি বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ে প্রশিক্ষণ কর্মশালা সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে লক্ষ্মীপুর পৌরসভার মেয়র আবু তাহের এসব কথা বলেন। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় অধীনে এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে সদর উপজেলা রিসোর্স সেন্টার।

তিনি বলেন, উন্নত বিশ্বে শিক্ষায় ডিপ্লোমা/ডিগ্রি ছাড়া প্রাথমিক থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত কোথাও শিক্ষকতা করার সুযোগ নেই। অবশ্য অনুন্নত ও উন্নয়নশীল দেশগুলোর বাস্তবতা ভিন্ন। বাংলাদেশের প্রেক্ষাপটে শিক্ষক প্রশিক্ষণ কার্যক্রম পর্যালোচনা করে দেখা যেতে পারে। আপনারা বিদ্যালয়ে সঠিক ভাবে  দায়িত্ব পালন ও যে ট্রেনিং অর্জন করছেন তা বাস্তবে প্রয়োগ করার জন্য পরামর্শ দেন। ইউআরসি উপজেলা ইন্সট্রাকটর মাধব চন্দ্র মজুমদারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, ডাক্তার রত্ন দিপ পাল, প্রাথমিক শিক্ষক সমিতি জেলা সভাপতি শামছুদ্দিন বাবুল। প্রশিক্ষণ কর্মশালায় প্রশিক্ষক ছিলেন প্রতাপগঞ্জ সরকারি  প্রাথমিক  বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজি মোঃ মোস্তফা কাজল, উত্তর বিজয় নগর সরকারি  প্রাথমিক  বিদ্যালয়ের প্রধান শিক্ষক রত্না রানি মজুমদার।

অনুষ্ঠানটি পরিচালনা  করেন মান্দারী সিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃকামাল উদ্দিন, সার্বিক সহযোগিতায় ছিলেন নাছির পুর সঃ প্রঃ বিঃ ভারপ্রাপ্ত  প্রধান শিক্ষক জয়নাল আবদিন।

Print Friendly, PDF & Email