শুক্রবার, ০১ ডিসেম্বর ২০২৩, ০৩:৫২ পূর্বাহ্ন
মাদারীপুরের শিবচরে জ্বর, সর্দি ও কাশি নিয়ে এক মালয়েশিয়া প্রবাসী মারা গেছেন। মঙ্গলবার রাত সাড়ে ৭টার দিকে তার নিজ বাড়িতে মারা যান তিনি। পরে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তার মরদেহ আনা হয়।
তবে স্বাস্থ্য বিভাগ বলেছে, ওই ব্যক্তিকে হৃদযন্ত্রের ক্রীয়া বন্ধ হয়ে মারা গেছেন। স্থানীয় এলাকাবাসী ও আত্মীয়-স্বজনরা জানান, গত ১২-১৫ দিন আগে মালয়েশিয়া থেকে নিজ বাড়ি শিবচর উপজেলার সন্নাসীরচর ইউনিয়নের পূর্ব সন্নাসীরচর এলাকায় আসেন ৪৭ বছর বয়সী সিরাজ কাজী। তারপর থেকে নিজেকে কিছুটা আত্মগোপন করে রেখেছিলেন। বিদেশ থেকে আসার পরেই জ্বর সর্দি কাশিতে ভুগছিলেন তিনি। মঙ্গলবার সন্ধ্যায় গুরুত্বর অসুস্থ হয়ে বাড়িতেই মারা যান।
শিবচর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. শশাঙ্ক চন্দ্র ঘোষ বলেন, ওই ব্যক্তি হৃদযন্ত্রের ক্রীয়া বন্ধ হয়ে মারা গেছেন। তিনি আরও বলেন, ওই ব্যক্তিকে হাসপাতালে আনার আগেই মারা যায়। তার শারীরিক অবস্থার কথা শুনে মনে হচ্ছে তিনি হৃদযন্ত্রের ক্রীয়া বন্ধ হয়ে মারা গেছেন। যে কারণে তার করোনার উপসর্গ না থাকায় নমুনা সংগ্রহ করা হয়নি।
ইব্রাহিম রহমান, মাদারীপুর