মঙ্গলবার, ৩০ মে ২০২৩, ০৪:৪৫ অপরাহ্ন
০৩ এপ্রিল ১ম দিন হিসেবে শেরপুর পৌর শহরের দশটি ভেন্যুতে করোনা করোনা ইমার্জেন্সি রেসপন্স টিমের সমন্বয়ে মোট ৩১০জন অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করে শেরপুর জেলা পুলিশ।
শেরপুরের পুলিশ সুপার, কাজী আশরাফুল আজীম, পিপিএম মহোদয়ের একক সহযোগিতায় শেরপুরের বিভিন্ন সংগঠনের সমন্বয়ে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। খাদ্যসামগ্রী বিতরণকালে শেরপুর জেলার সম্মানিত পুলিশ সুপার, কাজী আশরাফুল আজীম পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ বিল্লাল হোসেন, সদর থানার ওসি মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, জেলা ডিবির (ওসি) মোঃ মোখলেছুর রহমান, শেরপুর প্রেসক্লাব সভাপতি মোঃ শরিফুর রহমান, শেরপুর জন উদ্যোগের আহ্বায়ক আবুল কালাম আজাদ, শেরপুর জেলা আওয়ামীলীগ শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক শামীম হোসেনসহ জেলা পুলিশের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
করোনা ইমার্জিন্সি রেসপন্স টিমের সমন্বয়েত্রাণসামগ্রী বিতরণ আজও অব্যাহত ছিল।