নোয়াখালী কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান সাহাব উদ্দিন এর নির্দেশনা মোতাবেক উপজেলা পরিষদের উদ্যোগে করোনাভাইরাস প্রতিরোধকল্পে কোম্পানীগন্জের সকল শ্রেনী পেশার মানুষের জন্য সরকারের সকল ধরনের বরাদ্দ সঠিক ভাবে বন্টন করার জন্য ইউনিয়ন চেয়ারম্যান, মেম্বার সহ বিভিন্ন পর্যায়ের আওয়ামীলীগের নেতৃবৃন্দ নিয়ে দিক নির্দেশনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত মতবিনিময় ও নির্দেশনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান সাহাব উদ্দিন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা।
এছাড়া আরো উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল আহমেদ,কোম্পানীগন্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আজম পাশা চৌধুরী রুমেল,কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ আরিফুর রহমান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নুর নবী চৌধুরী প্রমূখ।
উক্ত সভায় নেতৃবৃন্দ সরকারের নির্দেশনা মোতাবেক ত্রান কার্যক্রম সুষ্ঠুভাবে বন্টন করার নির্দেশনা প্রদান করেন।