বৃহস্পতিবার, ০১ জুন ২০২৩, ০৯:০৩ পূর্বাহ্ন
[divider style=”solid” top=”20″ bottom=”20″]
সেমির আশা আগেই শেষ হয়ে গিয়েছিল বাংলাদেশের। তাই লক্ষ্য ছিল পাকিস্তানের বিপক্ষে শেষ ম্যাচ জিতে,পয়েন্ট টেবিলে ভালো অবস্থানে থেকে দেশের মাটিতে পা রাখা। তবে তাও হলো না, দুই ম্যাচেই নিসঙ্গ নাবিক ছিলেন সাকিব আল হাসান। একা হাল ধরে এগিয়েছেন। কিন্তু কাউকে সঙ্গী হিসেবে পাননি। তাকে সমর্থন দিতে না পারায় দু:খ প্রকাশ করেছেন বাংলাদেশ কাপ্তান মাশরাফি বিন মুর্তজা। টুর্নামেন্টের শেষটা রাঙাতে চেয়েছিলেন লাল-সবুজ জার্সিধারীরা। জয় নিয়ে বিজয়ীর বেশে হাসিমুখে দেশে ফিরতে চেয়েছিলেন তারা। কিন্তু বিধিবাম! পাকিস্তানের বিপক্ষে ৯৪ রানের বড় হারে লজ্জা নিয়ে ফিরতে হচ্ছে তাদের। ম্যাচশেষে পুরস্কার বিতরণী মঞ্চে মাশরাফি বলেন, আমি মনে করি; শেষ দুই ম্যাচে অসাধারণ ব্যাট করেছে সাকিব। তবে আমরা তার সঙ্গে জুটি গড়তে পারিনি। উভয় ম্যাচে জয়ের সম্ভাবনা ছিল। আমরা মনে করেছিলাম, তাদের দেয়া লক্ষ্য টপকাতে পারব। দুর্ভাগ্যবশত, আমরা পারিনি। এজন্য আমি সাকিবকে শুধু এটুকুই বলতে চাই, দু:খিত। তোমাকে সঙ্গ দিতে ব্যর্থ আমরা।