বৃহস্পতিবার, ০১ জুন ২০২৩, ০৭:৫৬ পূর্বাহ্ন

শিরোনাম:
যদি রেকর্ড করে শোনাতে পারতাম-ফারহানা আক্তার দৃষ্টি সাউথ এশিয়া গোল্ডেন পিস এ্যাওয়ার্ড-২০২১ পেলেন শাম্মী তুলতুল লক্ষ্মীপুর সরকারি কলেজে শেখ রাসেল দেয়ালিকা উদ্বোধন লক্ষ্মীপুরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কম্পিউটার ও ক্রীড়া সামগ্রী বিতরণ লক্ষ্মীপুর পৌরসভার সম্ভাব্য মেয়র প্রার্থী আব্দুল মতলব’র ব্যাপক গণসংযোগ রায়পুরে বেদে ও অনগ্রসর জনগোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে ১৫ লাখ টাকার চেক বিতরণ রায়পুরে নবনির্মিত শহীদ মিনার উদ্বোধন করলেন নুরউদ্দিন চৌধুরী নয়ন এমপি রায়পুর উপজেলা ডিজিটাল সেন্টার উদ্বোধন করেন এড. নয়ন এমপি রায়পুরে করোনা আক্রান্তদের মাঝে অক্সিজেন সিলিন্ডার বিতরণ উদ্বোধন শোক দিবসে লক্ষ্মীপুরে আওয়ামী লীগের আলোচনা সভা ও দোয়া

সাবধানে থাকুন : করোনা রোগীর ফেসবুক স্টাটাস

অনলাইন সম্পাদনা / ১১৪৬ পড়া হয়েছে:
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ০১ জুন ২০২৩, ০৭:৫৬ পূর্বাহ্ন

দেশবাসীকে সাবধানে থাকার পরামর্শ দিয়ে ফেসবুকে পোস্ট করেছেন এক করোনা আক্রান্ত রোগী। তিনি করোন আক্রান্ত হয়ে বর্তমানে কুর্মিটোলা হাসপাতালে চিকিৎসাধিন আছেন। তিনি আরো লিখেন, কঠিন সময় পার করছি। সবাই সাবধানে থাকুন, সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করুন। আল্লাহ যেন সবাইকে রক্ষা করেন।

বৃহস্পতিবার (৯) এপ্রিল থেকে তিনি ও তার শশুড় করোনা আক্রান্ত হয়ে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি আছেন। পরিচয় গোপনের স্বার্থে কিছু শব্দ বাদ দিয়ে তার পোস্ট তুলে ধরা হলো।

 

[box type=”info” align=”” class=”” width=””]এমন একটা সকাল আসবে ভাবিনি। জন্ম মৃত্যুসহ সব কিছুই মহান আল্লাহ নির্ধারণ করেন। সম্পূর্ণ আস্থা আছে সৃষ্টিকর্তা মহান রাব্বুল আল-আমিনের ওপর। কোভিড-১৯ পজিটিভ হওয়ার পর গতকাল বিকেল থেকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি আছি আমি এবং আমার শ্বশুর। আমি বেশ ভালো আছি আলহামদুলিল্লাহ। তবে আমার শ্বশুর একটু অসুস্থ। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আজ আমার সাড়ে তিন মাস বয়সী ছোট্ট সোনামণিসহ বাসার সবার নমুনা নেয়া হবে। খুব কষ্ট হচ্ছে আমার *** মামনির জন্য। সবাই খোঁজখবর নিচ্ছেন তাই সামাজিক যোগাযোগ মাধ্যমে আপডেট জানালাম।’ ‘শুরু থেকেই আমার অফিস থেকে *** শতভাগ সহযোগিতা পাচ্ছি। কৃতজ্ঞতা জানানোর ভাষা নেই। সবার প্রতি অনুরোধ, খুব কঠিন একটা সময় পার করছি আমরা, সাবধানে থাকুন, সৃষ্টিকর্তার কাছে, প্রার্থনা করুন আল্লাহ যেন আমাদের সবাইকে রক্ষা করেন। আমিন।[/box]

 

 

Print Friendly, PDF & Email