শনিবার, ০৩ জুন ২০২৩, ০৩:৪৯ পূর্বাহ্ন
গাইবান্ধার সুন্দরগঞ্জে পর্ণভিডিও ধারণ, প্রদর্শণ ও সরবরাহের অভিযোগে সুজা মিয়া (২২) ও আশরাফুল ইসলাম (৩০) নামে ২ যুবকের সাড়ে ৫ হাজার টাকা করে ১১ হাজার টাকা জরিমানা ও জামাল ইসলাম (১৯) নামে অপর যুবককে ৭ দিনের বিনাশ্রম কারাদন্ডাদেশ প্রদান করেছেন ভ্রাম্যমান আদালত।
জানা যায, শনিবার উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট কাজী লুতফুল হাসান ভ্রাম্যমান আদালতের মাধ্যমে পৃথক পৃথকভাবে এ আদেশ প্রদান করেন। এরআগে গোপন সংবাদের ভিত্তিতে সুন্দরগঞ্জ পৌরবাজার সংলগ্ন ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে পর্ণ ভিডিও ধারণ প্রদর্শণ ও সরবরাহ কালে সুজা মিয়া ও আশরাফুল ইসলামকে আটক করেন ভ্রাম্যমান আদালত।
সুজা মিয়া উপজেলার দহবন্দ ইউনিয়নের উত্তর ধুমাইটারী গ্রামের মৃত নবীর উদ্দিনের পুত্র ও আশরাফুল ইসলাম একই গ্রামের শামসুল হকের পুত্র। এরআগে একই ইউনিয়নের জরমনদী গ্রামের পিনুর মোড় (দহবন্দ ইউপি কমপ্লেক্স ভবন সংলগ্ন) নামক স্থানে নিজের দোকান থেকে একই অভিযোগে জামাল ইসলামকে আটক অতঃপর তার বিরুদ্ধে ৭ দিনের বিনাশ্রম কারাদ-াদেশ প্রদান করেন ভ্রাম্যমান আদালত। জামাল হোসেন জরমনদী গ্রামের গোলাম মোস্তফার পুত্র বলে জানা গেছে।