শনিবার, ০৩ জুন ২০২৩, ০৪:২৮ পূর্বাহ্ন
যেখানে করোনা আতংকে পুরা পৃথিবী আর সেখানে চলছে আড্ডা আর ২জন বা তার অধিক মানুষের চলা ফেরা জনসমাগম। যেখানে নভেল করোনা ভাইরাস (কেভিড-১৯) এর কারনে সারাদেশে আতংকিত সেখানে মানুষের নেই কোন সাবধানতা আর জনসমাগম এরিয়ে চলা।
আজ বিকালে সোনারগাঁওয়ে মেঘনা শিল্প অঞ্চলে জনসমাগম দৃশ্য দেখা যায়। করোনা ভাইরাসের কোন চিন্তাভাবনা তাদের চোখে মুখে দেখা যায় না, আর তেমনি নেই পুলিশ বা সেনাবাহিনীর নজরদারি বা কোন মহরা এতে করোনা ভাইরাসে সংক্রামিত হতে পারে গরিব ধনি বা শ্রমিক শ্রমজীবী। মেঘনা শিল্প এলাকায় বাংলাদেশের সব অঞ্চলের মানুষের বসবাস ও কর্মসংস্থানের স্থান।
এখানে পুলিশের নজরদারি করা দরকার তা না হলে অনেক বিপদের মুখে পড়তে হতে পারে জনসাধারণের। যেখানে বাংলাদেশের অনেক জায়গায় লকডাউন সেখানেই নিরভিঘ্নে মানুষের হাটাহাটি জনসমাগম চলা ফেরা করতে দেখা যায়। তাই এই সময়ে দরকার সবার হোম কোয়ারেন্টিনে এবং আড্ডা মারা জনসমাগম এরিয়ে চলতে হবে বাহিরে মাস্ক ব্যবহার করতে হবে। তাই ছোট কি বড়– যেখানেই লোক-সমাগম, সেখানেই থাকতে পারে করোনাভাইরাস সংক্রমণের সম্ভাবনা। তাই যেকোনো সামাজিক সমাবেশ এড়িয়ে এখন ঘরে থাকাটাই উত্তম। নিজে নিরাপদ থাকুন, অন্যদেরকেও নিরাপদ রাখুন।