শনিবার, ২১ মে ২০২২, ০৫:৪৬ পূর্বাহ্ন
নারায়ণগঞ্জ জেলার বন্দর উপজেলার করোনা লক্ষণে এক মহিলার মৃত্যু পর সোনারগাঁয়ে আতংক বিরাজ করছে।
জানা যায়, সোনারগাঁ উপজেলার বাড়িমজলিশ (লালাপাড়া) গ্রামের সামসুল আলম (সাফা) এর স্ত্রী আফিয়া বেগম ও বাড়িমজলিশ গ্রামের বাবুলের স্ত্রী নাজমা বেগম বন্দরে ঐ মৃত মহিলা কে দেখতে যান এবং মহিলার লাশের গোসল করান বলে প্রচার হয়।
আর এ খবর বাড়িমজলিশ ও আশেপাশের এলাকায় ছড়িয়ে পড়লে এলাকায় মানুষের মাঝে আতঙ্ক বিরাজ করছে। এই ভয়ে আশেপাশের দুই তিন গ্রামবাসী রাস্তা ঘাটে চলাচল প্রায় বন্ধ করে দিয়েছেন।
ল/আ,শাহরিয়ার, সোনারগাঁও