মঙ্গলবার, ৩০ মে ২০২৩, ০৫:১৫ অপরাহ্ন
চীনের প্রধানমন্ত্রী লি কেকিয়াংয়ের আমন্ত্রণে পাঁচদিনের সরকারি সফরে গত ১ জুলাই বেইজিং যান প্রধানমন্ত্রী। সফর শেষে আজ শনিবার (৬ জুলাই) তিনি দেশে ফিরছেন। আগামী সোমবার (৮ জুলাই) চীনে পাঁচদিনের দ্বিপক্ষীয় সরকারি সফরের বিষয় নিয়ে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার মো. নজরুল ইসলামের বরাত দিয়ে রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসস জানায়, প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে বিকাল ৪টায় সংবাদ সম্মেলন শুরু হবে।