মঙ্গলবার, ৩০ মে ২০২৩, ০৬:১০ অপরাহ্ন
ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁয়ের পিরোজপুর ইউনিয়ন পরিষদ এলাকার মেরীখালী ব্রিজের সামনে সড়ক দূর্ঘটনায় ২ পুলিশ মারাত্মক আহত হয়েছে। আহত পুলিশ সদস্যদের উদ্ধার করে ঢাকা মেডিকেল হাসপাতালে প্ররেণ করা হয়েছে। এরমধ্যে একজনের অবস্থা আশংকাজনক।
সোনারগাঁ থানার সেকেন্ড অফিসার পঙ্কজ জানান, সোমবার সকাল সাড়ে নয়টার দিকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মেরীখালী ব্রিজের সামনে ডিউটি করছিল সোনারগাঁ থানা পুলিশের একটি দল। এসময় কুমিল্লা থেকে আসা ঢাকাগামী একটি প্রিকাপ ভ্যান থামিয়ে তল্লাসীর সময় পিছন দিক থেকে আসা একটি কভারভ্যান প্রিকাপ ভ্যানটিকে পিছন দিক দিয়ে ধাক্কা দিলে প্রিকাপের সামনে থাকা ২ পুলিশ সদস্যের উপর দিয়ে প্রিকাপভ্যানটি খাদে পড়ে যায়। এতে পুলিশ সদস্য মামুন ও নওশেদুর ও প্রিকাপভ্যানের চালক ও হেলপার মারাত্মক আহত হয়।
আহত ২ পুলিশের অবস্থা আশংকাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় ঘাতক কভারভ্যানটিকে মোগরাপাড়া এলাকায় থেকে পরিত্যক্ত অবস্থায় আটক করেছে কাঁচপুর হাইওয়ে পুলিশ।