শনিবার, ০৩ জুন ২০২৩, ০৩:২২ পূর্বাহ্ন
হবিগঞ্জে করোনা ভাইরাস উপসর্গ নিয়ে সিলেটে শহীদ সামসুদ্দিন আহমদ হাসপাতালের আইসোলেশনে চিকিৎসাধিন অবস্থায় সদর উপজেলার নিজামপুর ইউনিয়নের হরিরাম পুর গ্রামের জাফর আলীর পুত্র ৪ সন্তানের জনক ফেরদৌস মিয়া (৩০) নামে এক সিএনজি চালকের মৃত্যু হয়েছে।আজ (২৫ এপ্রিল) শনিবার ভোর রাত তিনি মারা যান।
এ ব্যাপারে হবিগঞ্জের ডেপুটি সিভিল সার্জন ডা. মুখলেছুর রহমান উজ্জ্বল বিষয়টি নিশ্চিত করে তিনি জানান, গত ২১ এপ্রিল করোনার বিভিন্ন উপসর্গ নিয়ে ফেরদৌস আহমেদ হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে আসেন। এ সময় চিকিৎসকরা তাকে সিলেট শহীদ সামসুদ্দিন আহমদ হাসপাতালে প্রেরণ করেন। সেখানে চিকিৎসাধিন অবস্থায় তিনি মারা যান। তবে তার নমুনা সংগ্রহ করা হয়ে ছিলো এখন পর্যন্ত রিপোর্ট না আসার কারণে করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন কি না সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।
উল্লেখ্য, ইতোমধ্যে নিহত ব্যক্তির পরিবার ও তার চাচার পরিবারকে লকডাউনে রাখা হয়েছে। লকডাউন থাকাকালিন সময় ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে দুই পরিবারকে খাবারের ব্যবস্থা করা হবে।